Sunday, 5 January 2014

ফেইসবুকে যে কোন ছবি ক্লিক না করে খালি মাউস দিয়ে দেখুন বড় করে

আমরা ফেইসবুক ব্যবহারকারীদের সবচেয়ে কষ্ট লাগে যখন কোন ছবিকে ক্লিক করে বড় করে দেখতে হয়,  আর যাদের নেট স্লো তাদের তো আর দুঃখের শেষ নাই... ক্লিক দিয়ে বসে থাকি কিন্তু ছবি আর আসে না... এই সমস্যার একটা সুন্দর সমাধান আছে।
 আমাদের প্রথমে add-ons এ যেতে হবে

                        
এরপর search এ গিয়ে facebook photo zoom লিখে এন্টার দিতে হবে...
                                    
  এরপর install দিয়ে মজিলা restart করে ফেসবুকে ঢুকে মাউস আইকন যে কোন ছবিতে নিলে সেটা অটো জুম হয়ে ফুল সাইজ দেখাবে...

No comments: