এটা আসলে খুব কষ্ট সাধ্য যে আপনার প্রোফাইল ভিউয়ার খুজে বের করা। কিন্তু
এখন আমি যে টিপস টি দিব এর মাধ্যমে খুব সহজে প্রোফাইল ভিউয়ার বের করতে
পারবেন । চলুন শুরু করা যাক ঃ
ধারাবাহিক ভাবে পদ্ধতি গুলো অনুসরণ করুণঃ
১)প্রথমে আপনার ফেইসবুক পেইজে লগইন করে প্রোফাইল এ ক্লিক করুন।
২)এবার কীবোর্ড থেকে Ctrl+U চাপুন।(আপনার ফেইসবুক পেইজের source code ওপেন হবে
৩)কীবোর্ড থেকে Ctrl+F চেপে search box ওপেন করুন।
৪)Search box [],{“list”: মার্ক করা code টি লিখুন। দেখবেন ফেইসবুক আইডি যুক্ত একটি লিস্ট ওপেন হয়েছে। যা হবে এরকম
[],{“list”: 100000428218692-2″,”100001796535546-2″,”100000421373889-2″,”100002977140210-2″,”100001299735489-2″,”100002049586594-2″,”1845456613-2″,”100005899852714-5”
১)লিস্টের
প্রথমে যে আইডিটি দেখতে পাচ্ছেন এটি হল আপনার প্রোফাইল ভিউয়ার দের মধ্যে
সবচেয়ে একটিভ বা বেশি বার আপনার প্রোফাইল ভিউ করেছে এবং সবার শেষে যেটি আছে
এটি সবচেয়ে কম একটিভ আপনার প্রোফাইল ভিউয়ার।
২)আইডি গুলোর ব্যক্তিকে
দেখতে নাম্বার আইডিটি কপি করুন । নতুন একটি ট্যাব খুলে এড্রেস বারে নিচের
মত করে লিখে ওকে করুন www.facebook.com/facebook profile id
৩)উদাহরণ সরূপ www.facebook.com/100000428218692
উপরোক্ত পদ্ধতিতে আপনি আপনার প্রোফাইল ভিউয়ার সহজে দেখতে পাবেন কোন প্রকাররের সফটওয়্যার ছাড়া।
No comments:
Post a Comment