Wednesday, 8 January 2014

জেনে নিন কোন একটি পিসির IP কিভাবে অন্য পিসিতে ব্যাবহার করে নেট কানেক্ট করবেন।

আমরা যারা ব্রডব্যান্ড নেট ব্যাবহার করি তারা প্রায়ই একটা সমস্যায় পরে থাকি। আমি আজ সেই সমস্যার সমাধান দিতে চেষ্টা করব। যদিও এর সমাধান অনেকেই জেনে থাকতে পারেন। কিন্তু যারা জানেননা তাদের জন্য এই টিউন  অনেক উপকারে আসবে।যারা ব্রডব্যান্ড ব্যাবহার করে তাদের অনেক সময়ই বিভিন্ন সমস্যার কারনে একই আইপি বা একই ISP র ঐ নেট  অন্য পিসিতে ব্যাবহার করার প্রয়োজন হয়ে থাকে ।অনেকে একই আইপি দুই পিসিতে ভিন্ন সময়ে ব্যাবহার করে নেট ইউজ করে, আবার অনেক সময় পিসিতে ভাইরাস আক্রান্ত হওয়ার কারনে বা উইন্ডোজ নষ্ট হয়ে যাওয়ার কারনে ঐ একই আইপি অন্য পিসিতে ব্যাবহার করে নেট কানেক্ট করা একান্ত জরুরী হয়ে পরে। এখন অন্য পিসিতে কি ক্যাবল কানেক্ট করলেই নেট চালু হবে?  উত্তরটি হল না। কারন আপনি এতদিন যে পিসিতে ইন্টারনেট ব্যাবহার করেছেন আইপি এ্যাড্রেস শুধুমাত্র ঐ পিসির ম্যাক এ্যড্রেসকেই চিনে। যার কারনে IP র মাধ্যমে ম্যাক এ্যাড্রেসের সাহায্যে পিসিতে ইন্টারনেট সংযুক্ত হয় ।আপনি অন্য কোন পিসিতে ক্যাবল কানেক্ট করে এবং আইপি বসালেও ইন্টারনেট পাবেনা। এজন্য আপনাকে যা করতে হবে……..
আপনি যে পিসিতে এতদিন নেট ব্যাবহার করেছেন বা যে পিসির নেট আন্য পিসিতে ব্যাবহার করতে চান সেই পিসির ম্যাক এ্যড্রেস কপি করুন( আমরা রানে গিয়ে কমান্ড মুড থেকে  ম্যাক এ্যাড্রেস পেতে পারি)।
তারপর আপনি যে কম্পিউটারে নেট ব্যাবহার করতে চান সেই পিসি অন করুন। পিসিতে যদি ল্যান ড্রাইভ ইন্সটল করা থাকে এবং ল্যনের আইকন Show করানো থাকে তাহলে দেখবেন start বারের একেবারে ডানদিকে ল্যানের আইকন Show করছে। ওটার উপর ডবল ক্লিক করুন। তাহলে যে উইন্ডোটি আসবে তার propertise open করুন। ওপেন করার পর দেখবেন কনফিগার নামে একটা অপশন আছে ওটা ওপেন করুন। কনফিগার ওপেন করলে দেখবেন উপরের বারে Advance নামে একটা অপশন আছে। এ্যাডভান্স ওপেন করুন দেখবেন নিচে অনেক গুলো properties আছে। এদের ভেতর থেকে Network address নামে যে প্রপার্টি আছে তাতে ডবল ক্লিক করুন দেখবেন Value নামে একটা অপশন এসেছে এবং তার নিচে ছোট একটি ঘর আছে। ওখানে Not present র রেডিও বাটন সিলেক্ট করা থাকবে। আপনাকে শুধু তার উপরের রেডিও বাটন সিলেক্ট করে ঘরের ভেতর অন্য পিসি থেকে আনা ম্যাক এ্যাড্রেসটি লিখে দিতে হবে বা পেস্ট করে দিতে হবে। তরপর ok করে দিন। এখানেই শেষ নয় IP address, Subnet musk, Default gateway, Preferred DNS server and Alternet DNS server এর আইপিগুলো আপনার কাঙ্খিত পিসিতে(যে পিসিতে নেট কানেক্ট করতে চান) বসাতে হবে। যা আপনি আগের পিসিতে ব্যাবহার করতেন। এভাবে অন্য যেকোন পিসিতে একই আইপি ব্যাবহার করে আপনি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবহার করতে পারেন।

No comments: