Saturday, 1 February 2014

পেনড্রাইভের শর্টকাট সমস্যার সমাধান

আমারা অনেকেই শর্টকাট ভাইরাস সম্পর্কে অবগত, বিশেষ করে কম্পিউটারের দোকান গুলোতে এই ভাইরাসের কারখানা তৈরি হয়ে রয়েছে। এই ভাইরাসটির কারনে আপনি যখন আপনার পেনড্রাইভ কম্পিউটারে ঢুকাবেন সাথে সাথে সব গুলো ফাইল  এবং ফোল্ডার শর্টকাট হয়ে যাবে। আপনার শর্টকাট ফাইল গুলোকে ফিরিয়ে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
প্রথমে রানে গিয়ে cmd (Command Prompt) লিথুন এবং এন্টার দিন। এরপর আপনার পেনড্রাইভ ড্রাইভ লেটার যদি E হয় তাহলে লিখুন E: এবং এন্টার করুন। 

এখন প্রদত্ত কোডটি Attrib /S /D -R -S –H লিথুন এবং এন্টার করুন। এবার দেখুন আপনার পেনড্রাইভের সব  শর্টকাট ফাইল এবং ফোল্ডার ঠিক হয়ে গেছে।
শর্টকাট হওয়া থেকে ফোল্ডার বা ফাইলকে কে বাঁচাতে আপনার পেনড্রাইভে একটি ফোল্ডার তৈরি করে রাখুন এবং ফোল্ডারটিকে rename করে নাম দিন ".dat"। লিখার জন্য আপনার কীবোর্ডের Alt key টি চেপে ধরে নিউমেরিক key
3 তে চাপ দিন এবং ছেড়ে দিন এবং .dat/.mkv/.jpg ইত্যাদি নাম দিন। এরপর আপনার পেনড্রাইভে যখনই কোন ফাইল
রাখবেন এই ফোল্ডারটির ভিতরেই রাখবেন। এই ফোল্ডারটিতে শর্টকাট ভাইরাসের কোন প্রভাব পড়বেনা।

No comments: