Monday, 3 February 2014

আপনি কি আপনার এলাকার পোস্টাল কোড কত জানেন?

নিজের ঠিকানার পূর্ণতা দান করতে পোস্টাল কোডের কোন বিকল্প নেই। তাছাড়া এডসেন্স এপ্লিকেশন করার সময়, ব্যাংক একাউন্ট খোলার সময় পোস্টাল কোডের প্রয়োজন হয়। এছাড়া শেয়ার বাজারের স্টক হোল্ডারদের এনুয়াল রিপোর্ট/প্রসপেক্টাস পোস্টাল কোড অনুসারে ডাক বক্সএ এসে থাকে। আবার অনেক সময় চাকরির ইন্টারভিউর তারিখ/সময়, এপইন্টমেন্ট লেটার  ইত্যাদি ডাক যোগে প্রেরন করা হয়। বিভিন্ন সময়ে আমাদের চিঠি আদান প্রদান ও দাপ্তরিক কাজে পোস্টাল কোড ব্যবহার করতে হয়। তাই নিজের  বা বাংলাদেশের যে কোন যায়গার পোস্টাল কোড জানতে:
এখানে ক্লিক করুন
তারপর এখানে থেকে District, Thana, এবং Area/ street/village  এর নাম সিলেক্ট করুন।
তাহলে নিচের বক্সএ দেখতে পারবেন আপনার প্রদত্ত তথ্য অনুসারে ঐ জায়গার পোস্টাল কোড নাম্বার।

No comments: