Thursday, 27 February 2014

I Phone আপডেট বা রিস্টোর দেয়ার আগে যা যা জানা দরকার

যদি কেউ সফটওয়্যার আপডেট বা রিস্টোর করতে চান তাহলে আগে দেখে নিন Settings > iCloud > এখানে যে অ্যাপেল আইডি দিয়ে Finds My iPhone অন করা তার পাসওয়ার্ড জানেন কিনা। না জানলে কিন্তু সেই আইফোন রিস্টোর করতে যাবেন না। তাহলে সেই আইফোন আর ব্যাবহার করতে পারবেন না। মানে মেইন স্ক্রীনেই যেতে পারবেন না।
আইফোন যদি ফ্যাক্টরি আনলক  না হয় তাহলে সফটওয়্যার আপডেট দেবার কথা না ভাবাই ভাল। কারণ সফটওয়্যার আপডেট করলে আর কোন সিম নাও চলতে পারে।  আপনার আইফোনটি সিম লক বা আনলক  কিনা যাকে আমরা ফ্যাক্টরি আনলক  করা কিনা বুঝাই তা দেখতে হলে আইফোনের Settings > General > About > IMEI থেকে নাম্বার নিয়ে অথবা *#06# ডায়াল করে ১৫ ডিজিটের নাম্বার নিয়ে এই ওয়েবসাইট  থেকে দেখে নিতে পারবেন। এই ওয়েবসাইট থেকে দেখতে একটু সময় লাগে। তাই যতক্ষণ পর্যন্ত SIM Status না দেখায় একটু অপেক্ষা করুন। যদি Lock দেখায় তাহলে আপনার আইফোন ফ্যাক্টরি লক আর যদি Unlock দেখায় তাহলে আপনার আইফোন ফ্যাক্টরি আনলক।

No comments: