* আপনার আইফোনটি কোন দেশের জানতে হলে আইফোনের Settings - General - About - Model থেকে লাস্টের Letter বাদ দিয়ে http://iphonefrom.com/en থেকে মডেল নাম্বার দিয়ে দেখে নিতে পারবেন।
* কোন কোম্পানির বা কোন অপারেটরের আইফোন আপনারটা জানতে হলে আইফোনের
Settings - General - About - IMEI থেকে নাম্বার নিয়ে অথবা *#06# ডায়াল করে
১৫ ডিজিটের নাম্বার নিয়ে http://www.iphoneox.com/ থেকে দেখে নিতে পারবেন। তবে এই ওয়েবসাইট মাঝে মধ্যে দেখায় না। আজকে চেক করে দেখলাম দেখাচ্ছে।
* আপনার আইফোনটি সিম লক বা আনলক কিনা যাকে আমরা ফ্যাক্টরি আনলক করা কিনা
বুঝাই তা দেখতে হলে আইফোনের Settings - General - About - IMEI থেকে
নাম্বার নিয়ে অথবা *#06# ডায়াল করে ১৫ ডিজিটের নাম্বার নিয়ে http://sickw.com/index.html
থেকে দেখে নিতে পারবেন। এই ওয়েবসাইট থেকে দেখতে একটু সময় লাগে। তাই যতক্ষণ
পর্যন্ত SIM Status না দেখায় একটু অপেক্ষা করুন। যদি Lock দেখায় তাহলে
আপনার আইফোন ফ্যাক্টরি লক আর যদি Unlock দেখায় তাহলে আপনার আইফোন ফ্যাক্টরি
আনলক।
* আপনার আইফোন চুরি করা বা Blacklisted কিনা দেখতে হলে
আইফোনের Settings - General - About - IMEI থেকে নাম্বার নিয়ে অথবা *#06#
ডায়াল করে ১৫ ডিজিটের নাম্বার নিয়ে http://www.t-mobile.com/verifyIMEI.aspx
থেকে দেখে নিতে পারেন। তবে যদিও Stolen বা Blacklisted দেখায় তবু চিন্তার
কোন কারণ নেই। এটা আপনি বাংলাদেশে কোন সমস্যা ছাড়াই চালাতে পারবেন। এটা
দিয়ে অন্য ফোন চেক করা যায় মনে হয়।
No comments:
Post a Comment