Download
সফটওয়্যারটি চালু করুন।
এবার Advanced Tools অপশনে গিয়ে Remove Empty Folders/Duplicate Folder অপশন ক্লিক করুন।
এখন একটি বক্স আসবে। সেখানে আপনাকে ড্রাইভ গুলো সিলেক্ট করে দিতে হবে কোন ড্রাইভ গুলোতে সে ফাঁকা ফোল্ডার খুজবে। তাই যে যে ড্রাইভে ফাঁকা ফোল্ডার খুঁজতে চান সেগুলো সিলেক্ট করে Scan Now বাটন ক্লিক করুন।
চলে আসবে ফাঁকা ফোল্ডার লিস্ট। সেখানে সবগুলো সিলেক্ট করে Delete Checked Folders বাটন ক্লিক করুন।
ব্যস, ডিলেট হয়ে যাবে আপনার সিলেক্ট করা Blank Folder/Duplicate Folder গুলো এক নিমিষেই।
No comments:
Post a Comment