Saturday, 1 August 2015

Grameen Phone গ্রাহকদের জন্য দিনরাত ২৪ ঘণ্টা ৩০ দিন ফ্রি ফেসবুক

 
অফারে প্রযোজ্য শর্তাবলী নিম্নরূপ:
  • এই ক্যাম্পেইনটি ২০ এপ্রিল, ২০১৫ থেকে শুরু হয়ে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে
  • অফারটি সকল গ্রামীণফোন প্রিপেইড কাস্টমারদের জন্য প্রযোজ্য
  • স্মার্টফোনে ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার ও কমোয়ো মেসেঞ্জার ব্যবহারের জন্য কোন চার্জ প্রযোজ্য নয়। অন্যান্য ডাটা ভিত্তীক সার্ভিস অথবা প্রক্সি ব্রাউজার যেমন অপেরা ব্যবহারের জন্য ডাটা চার্জ প্রযোজ্য
  • অফারটি পেতে ডায়াল করুন *৫০১০#
  • ফ্রি ফেসবুক অফারটির মেয়াদ ৩০দিন। মেয়াদ শেষে অফারটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে
  • অপ্ট-ইন এর পর কাস্টমারগণ ফ্রি ফেসবুক (সর্বোচ্চ ৪জিবি) উপভোগ করতে পারবেন
  • থ্রিজি প্যাকেজ ব্যবহারকারী কোন কাস্টমার অফারটি নিয়ে থাকলে প্রাপ্য ফ্রি ফেসবুক ভলিউম মূল থ্রিজি প্যাকেজ ভলিউমের সাথে যোগ হবে। তবে প্রাপ্ত ফ্রি ভলিউম দিয়ে কেবল ফেসবুক, মেসেঞ্জার ও কময়ো ব্যবহার করা যাবে
  • ইন্টারনেট ব্যবহারকারী নন এমন কোন কাস্টমার অফারটি নিয়ে থাকলে মেয়াদ শেষে (৩০দিন) অফারটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে
  • মেয়াদ পূর্ণ হওয়ার আগে কোন কাস্টমার প্রাপ্ত ফ্রি ফেসবুক ভলিউম ব্যবহার করে ফেললে মেয়াদ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের জন্য ০.০১টাকা/১০কেবি হারে চার্জ প্রযোজ্য
  • ফ্রি ফেসবুক অফারে প্রাপ্য ভলিউম ফেসবুক মেসেঞ্জার ও কমোয়ো মেসেঞ্জারেও ব্যবহার করা যাবে
  • কাস্টমার অন্য কোন থ্রিজি অথবা টুজি প্যাক কিনে থাকলে প্রাপ্ত ফ্রি ফেসবুক ভলিউমও নতুন প্যাকে রূপান্তরিত হবে। ফ্রি ফেসবুক উপভোগ করতে কাস্টমারদের পুনরায় অপ্ট-ইন করতে হবে
  • ফ্রি ফেসবুকের অবশিষ্ট ভলিউম জানতে ডায়াল করুন *৫৬৬*১# আর অন্যান্য ইন্টারনেট প্যাক-এর ভলিউম ব্যালেন্স জানতে *৫৬৭# ডায়াল করতে হবে
  • ক্যাম্পেইন চলাকালীন একজন কাস্টমার ফ্রি ফেসবুক অফারটি সর্বোচ্চ ২ বার অপ্ট-ইন করতে পারবেন
  • কাস্টমারের একাউন্টে সর্বনিম্ন ১ পয়সা ব্যালান্স থাকতে হবে এই অফারটি উপভোগ করার জন্য।

No comments: