Friday, 28 February 2014

Tango for PC/Laptop

 Step 1:
After the download completes, click the SetupTango.exe to launch the installer
undefined
 
Step 2:
Start Tango and register with your mobile number. This will make it easier for your friends to find you.
undefined
 
Step 3:
If you already have Tango installed on your mobile device, you will receive a verification code to verify your number and sync with your PC.

A List of Common Default Router IP Addresses

Router ManufacturersDefault IP Addresses
3Com192.168.1.1
Apple10.0.1.1
Asus192.168.1.1, 192.168.1.220
Belkin192.168.2.1, 10.1.1.1
Buffalo192.168.11.1
Dell192.168.1.1
D-Link192.168.0.1, 0.30, 0.50, 1.1, 10.1.1.1
Linksys192.168.0.1, 1.1
Microsoft192.168.2.1
Motorola192.168.10.1, 20.1, 30.1, 62.1, 100.1, 102.1, 1.254
MSI192.168.1.254
Netgear192.168.0.1, 0.227
Senao192.168.0.1
SpeedTouch10.0.0.138, 192.168.1.254
Trendnet192.168.0.1, 1.1, 2.1, 10.1,
U.S. Robotics192.168.1.1, 2.1, 123.254
Zyxel192.168.1.1, 2.1, 4.1, 10.1, 1.254, 10.0.0.2, 0.138

A Short History of Windows

An operating system is the collection of software that controls how the computer works.  If you have a PC or IBM format computer chances are pretty good that you are running a Windows Operating System from a company called Microsoft.  Windows Operating Systems have been around since th's and you should be familiar with some of the names and chronology of their development.
Below is a diagram showing the basic development of the Windows operating system from 1990 to 2013.

Windows Operating Systems

1990
1991
1992
1993
1994
1995
1996
1997
1998
1999
2000
2001
2002
2003
2004
2005
2006
2007
2008
2009
2010
2011
2012
2013
The most recent Windows operating system has the unique feature of being designed to run on desktop computers, laptops, tablets (Microsoft Surface) and even smart phones. This concept could have many advantages in a technology world where the proliferation of different devices and operating systems can seem overwhelming. Unfortunately, this has required a fundamental shift in the user experience which resulted in a difficult backlash from many consumers.
The result has been, "the biggest product U-turn since New Coke" and the release in late 2013 of Windows 8.1. You can watch a summary of the newest operating system from CNET News featuring Steve Ballmer.

Thursday, 27 February 2014

আপনার I Phone কোন দেশের, কোন কোম্পানির, সিম লক না আনলক জেনে নিন

* আপনার আইফোনটি কোন দেশের জানতে হলে আইফোনের Settings - General - About - Model থেকে লাস্টের Letter বাদ দিয়ে http://iphonefrom.com/en থেকে মডেল নাম্বার দিয়ে দেখে নিতে পারবেন।

* কোন কোম্পানির বা কোন অপারেটরের আইফোন আপনারটা জানতে হলে আইফোনের Settings - General - About - IMEI থেকে নাম্বার নিয়ে অথবা *#06# ডায়াল করে ১৫ ডিজিটের নাম্বার নিয়ে http://www.iphoneox.com/ থেকে দেখে নিতে পারবেন। তবে এই ওয়েবসাইট মাঝে মধ্যে দেখায় না। আজকে চেক করে দেখলাম দেখাচ্ছে।

* আপনার আইফোনটি সিম লক বা আনলক কিনা যাকে আমরা ফ্যাক্টরি আনলক করা কিনা বুঝাই তা দেখতে হলে আইফোনের Settings - General - About - IMEI থেকে নাম্বার নিয়ে অথবা *#06# ডায়াল করে ১৫ ডিজিটের নাম্বার নিয়ে http://sickw.com/index.html থেকে দেখে নিতে পারবেন। এই ওয়েবসাইট থেকে দেখতে একটু সময় লাগে। তাই যতক্ষণ পর্যন্ত SIM Status না দেখায় একটু অপেক্ষা করুন। যদি Lock দেখায় তাহলে আপনার আইফোন ফ্যাক্টরি লক আর যদি Unlock দেখায় তাহলে আপনার আইফোন ফ্যাক্টরি আনলক।

* আপনার আইফোন চুরি করা বা Blacklisted কিনা দেখতে হলে আইফোনের Settings - General - About - IMEI থেকে নাম্বার নিয়ে অথবা *#06# ডায়াল করে ১৫ ডিজিটের নাম্বার নিয়ে http://www.t-mobile.com/verifyIMEI.aspx থেকে দেখে নিতে পারেন। তবে যদিও Stolen বা Blacklisted দেখায় তবু চিন্তার কোন কারণ নেই। এটা আপনি বাংলাদেশে কোন সমস্যা ছাড়াই চালাতে পারবেন। এটা দিয়ে অন্য ফোন চেক করা যায় মনে হয়।

আইফোনের বিভিন্ন সেটিং বদলিয়ে ব্যাটারি লাইফ সেভ করুন

 
 * Settings > Cellular > Use Cellular Data For থেকে সকল অ্যাপস অফ করে রাখুন, যেটা দরকার নেই। 
• Settings > Wallpapers & Brightness > Choose Wallpaper এ গিয়ে Stills অথবা আপনার নিজের কোন ফটো সিলেক্ট করুন। Dynamic wallpaper সিলেক্ট করবেন না।

• Settings > General > Background App Refresh > Turn Off করুন।

• যখনি সম্ভব হয় হোম বাটন পরপর দুইবার চেপে অ্যাপসগুলো উপরের দিকে স্লাইড করে বন্ধ করুন।

• Settings > General > Accessibility > Reduce Motion এ গিয়ে Turn On করুন।

• Settings > iTunes and App Store > Automatic Downloads থেকে Updates সহ সবকিছু অফ করে রাখুন।

• Settings > Notification Center এ গিয়ে প্রথম ৭-৮টা অপশনের সবগুলো অফ করে দিন।

• Settings > Privacy > Location Services এ গিয়ে অফ করে দিন। কারণ এটা অন থাকলে অ্যাপস ওপেন হতে কিছুটা দেরি হয়। খুবই দরকার থাকলে শুধু যেটা দরকার সেটা অন রাখুন।

• Settings > General > Spotlight Search থেকে প্রয়োজন না থাকলে সবগুলো টিক উঠিয়ে দিন। Applications & Contacts টিক দিয়ে রাখতে পারেন।

• Settings > Notification Center থেকে সবগুলো অ্যাপসের Show in Notification Center অফ রাখুন। যে যে অ্যাপসের Notification একেবারে দরকার নেই সেই অ্যাপসের Badge App Icon, Sounds, Show on Lock Screen অফ করে রাখুন এবং Alert Style None সিলেক্ট করুন।
• এছাড়া Bluetooth, Wifi, Siri, Data, Personal Hotspot এই অপশনগুলো যখন ব্যাবহার করবেন না অফ করে রাখুন।

I Phone আপডেট বা রিস্টোর দেয়ার আগে যা যা জানা দরকার

যদি কেউ সফটওয়্যার আপডেট বা রিস্টোর করতে চান তাহলে আগে দেখে নিন Settings > iCloud > এখানে যে অ্যাপেল আইডি দিয়ে Finds My iPhone অন করা তার পাসওয়ার্ড জানেন কিনা। না জানলে কিন্তু সেই আইফোন রিস্টোর করতে যাবেন না। তাহলে সেই আইফোন আর ব্যাবহার করতে পারবেন না। মানে মেইন স্ক্রীনেই যেতে পারবেন না।
আইফোন যদি ফ্যাক্টরি আনলক  না হয় তাহলে সফটওয়্যার আপডেট দেবার কথা না ভাবাই ভাল। কারণ সফটওয়্যার আপডেট করলে আর কোন সিম নাও চলতে পারে।  আপনার আইফোনটি সিম লক বা আনলক  কিনা যাকে আমরা ফ্যাক্টরি আনলক  করা কিনা বুঝাই তা দেখতে হলে আইফোনের Settings > General > About > IMEI থেকে নাম্বার নিয়ে অথবা *#06# ডায়াল করে ১৫ ডিজিটের নাম্বার নিয়ে এই ওয়েবসাইট  থেকে দেখে নিতে পারবেন। এই ওয়েবসাইট থেকে দেখতে একটু সময় লাগে। তাই যতক্ষণ পর্যন্ত SIM Status না দেখায় একটু অপেক্ষা করুন। যদি Lock দেখায় তাহলে আপনার আইফোন ফ্যাক্টরি লক আর যদি Unlock দেখায় তাহলে আপনার আইফোন ফ্যাক্টরি আনলক।

Wednesday, 26 February 2014

বিসিএস, ব্যাংক জব, বিশ্ববিদ্যালয় ভর্তি ও যে কোন জব পরীক্ষার জন্য ওরাকল কোচিং সেন্টারের সব লেকচার শিট ( পর্ব - ৪ )

বিজ্ঞান ও প্রযুক্তি

বিসিএস (প্রিলি + লিখিত ) ছাড়া ও যে কোন বিজ্ঞান প্রেমী ছাত্রদের  ও কাজে লাগবে
সবগুলো লেকচার শিট একসাথে  .......
মোট সাইজঃ এমবি
সরাসরি ডাউনলোড লিঙ্কঃ

বিসিএস, ব্যাংক জব, বিশ্ববিদ্যালয় ভর্তি ও যে কোন জব পরীক্ষার জন্য ওরাকল কোচিং সেন্টারের সব লেকচার শিট ( পর্ব - ৩ )

ইংলিশ (English)

এখানে ইংলিশ গ্রামারের এক্সক্লুসিভ অনেক নিয়ম ও অনেক শর্টকাট টেকনিক দেওয়া আছে ...
এখানে মোট ১৪ টি লেকচার শিট আছে …
মোট সাইজঃ ২০ এমবি
সরাসরি ডাউনলোড লিঙ্কঃ  

বিসিএস, ব্যাংক জব, বিশ্ববিদ্যালয় ভর্তি ও যে কোন জব পরীক্ষার জন্য ওরাকল কোচিং সেন্টারের সব লেকচার শিট (পর্ব - ২)

সাধারণ জ্ঞান- আন্তর্জাতিক International Affairs

সবগুলো লেকচার শিট একসাথে  .......

মোট সাইজঃ ১১ এমবি
সরাসরি ডাউনলোড লিঙ্কঃ

এখানে  

বিসিএস, ব্যাংক জব, বিশ্ববিদ্যালয় ভর্তি ও যে কোন জব পরীক্ষার জন্য ওরাকল কোচিং সেন্টারের সব লেকচার শিট (পর্ব - ১)

ম্যাথ / গণিত

এখানে মোট ১৪ টি লেকচার শিট আছে …
মোট সাইজঃ  ১৩ এমবি
সরাসরি ডাউনলোড লিঙ্কঃ 

Monday, 3 February 2014

আপনি কি আপনার এলাকার পোস্টাল কোড কত জানেন?

নিজের ঠিকানার পূর্ণতা দান করতে পোস্টাল কোডের কোন বিকল্প নেই। তাছাড়া এডসেন্স এপ্লিকেশন করার সময়, ব্যাংক একাউন্ট খোলার সময় পোস্টাল কোডের প্রয়োজন হয়। এছাড়া শেয়ার বাজারের স্টক হোল্ডারদের এনুয়াল রিপোর্ট/প্রসপেক্টাস পোস্টাল কোড অনুসারে ডাক বক্সএ এসে থাকে। আবার অনেক সময় চাকরির ইন্টারভিউর তারিখ/সময়, এপইন্টমেন্ট লেটার  ইত্যাদি ডাক যোগে প্রেরন করা হয়। বিভিন্ন সময়ে আমাদের চিঠি আদান প্রদান ও দাপ্তরিক কাজে পোস্টাল কোড ব্যবহার করতে হয়। তাই নিজের  বা বাংলাদেশের যে কোন যায়গার পোস্টাল কোড জানতে:
এখানে ক্লিক করুন
তারপর এখানে থেকে District, Thana, এবং Area/ street/village  এর নাম সিলেক্ট করুন।
তাহলে নিচের বক্সএ দেখতে পারবেন আপনার প্রদত্ত তথ্য অনুসারে ঐ জায়গার পোস্টাল কোড নাম্বার।

খুব সহজে আয় করুন এফিলিয়েট মার্কেটিং এ

এফিলিয়েট মার্কেটিং করে আপনি অনায়াসে আয় করতে পারেন এর জন্য আপনাকে কোন কিছু ক্রয় বিক্রয় করতে হবে না কি ভাবে করবেন এই এফিলিয়েট মার্কেটিং তা নিয়ে আমি আজ আলোচনা করবো আমি আজ একটি সাইট এর সাথে পরিচয় করে দিবো যা থেকে আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন সাইট টি থেকে কি ভাবে আয় করা যায় এবার আমি সেই কথায় বলছি

যেভাবে একাউন্ট করবেন:

প্রথমে আপনাকে ফ্রীতে একাউন্ট খুলে নিতে হবে এবং তারপর মিনু থেকে এফিলিয়েট এ ক্লিক করে আপনার এফিলিয়েট একাউন্ট এক্টিভেট করে নেন সাথে সাথে আপনি আপনার একাউন্ট এ  আপনার এফিলিয়েট লিঙ্ক পাবেন যেটা আপনি শেয়ার করবেন

সুবিধা:

১. আপনার এফিলিয়েট লিঙ্ক এর মাধ্যমে কত ভিসিটর আসলো তা আপনি দেখতে পারবেন
২. কোন সার্ভিস সেল হলো এবং কত ডলার তাও আপনি নিজেই দেখেত পারবেন এবং সরাসরি ১০% আপনার একাউন্ট এ চলে আসবে
৩. আপনি মনিবকার্স অথবা বিকাশডাচ বাংলা মোবাইল বাংক এর মাধ্যমে টাকা তুলতে পারবেন

যেভাবে কাজ করবেন:

১. আপনার এফিলিয়েট লিঙ্ক ফেইসবুকে শেয়ার করে
২. বিভিন্ন ব্লগে পোস্ট করেপোস্ট এ আপনার লিঙ্ক পাবলিশ করে
৩. বিভিন্ন জায়গায় কমেন্ট করেকমেন্ট এ আপনার লিঙ্ক শেয়ার করে       
    
এছারাও আপনার ব্লগ থাকলে আপনি আপনার ব্লগ এ এফিলিয়েট  ব্যানার এড দিয়েও এই কাজ করতে পারেন ফ্রী রেজিস্ট্রেশন করুন এখানে

Saturday, 1 February 2014

পেনড্রাইভের শর্টকাট সমস্যার সমাধান

আমারা অনেকেই শর্টকাট ভাইরাস সম্পর্কে অবগত, বিশেষ করে কম্পিউটারের দোকান গুলোতে এই ভাইরাসের কারখানা তৈরি হয়ে রয়েছে। এই ভাইরাসটির কারনে আপনি যখন আপনার পেনড্রাইভ কম্পিউটারে ঢুকাবেন সাথে সাথে সব গুলো ফাইল  এবং ফোল্ডার শর্টকাট হয়ে যাবে। আপনার শর্টকাট ফাইল গুলোকে ফিরিয়ে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
প্রথমে রানে গিয়ে cmd (Command Prompt) লিথুন এবং এন্টার দিন। এরপর আপনার পেনড্রাইভ ড্রাইভ লেটার যদি E হয় তাহলে লিখুন E: এবং এন্টার করুন। 

এখন প্রদত্ত কোডটি Attrib /S /D -R -S –H লিথুন এবং এন্টার করুন। এবার দেখুন আপনার পেনড্রাইভের সব  শর্টকাট ফাইল এবং ফোল্ডার ঠিক হয়ে গেছে।
শর্টকাট হওয়া থেকে ফোল্ডার বা ফাইলকে কে বাঁচাতে আপনার পেনড্রাইভে একটি ফোল্ডার তৈরি করে রাখুন এবং ফোল্ডারটিকে rename করে নাম দিন ".dat"। লিখার জন্য আপনার কীবোর্ডের Alt key টি চেপে ধরে নিউমেরিক key
3 তে চাপ দিন এবং ছেড়ে দিন এবং .dat/.mkv/.jpg ইত্যাদি নাম দিন। এরপর আপনার পেনড্রাইভে যখনই কোন ফাইল
রাখবেন এই ফোল্ডারটির ভিতরেই রাখবেন। এই ফোল্ডারটিতে শর্টকাট ভাইরাসের কোন প্রভাব পড়বেনা।

Face Book Account Block হওয়া থেকে বাচুন !

বতর্মানে facebook এ অনেকের এ্যাকাউন্ট কোন কারণ ছাড়াই block হচ্ছে।এতে lock খুলতে photo verification করতে হয়। যা ৯৯% ক্ষেত্রে হয়না। যদি আপনার এ্যাকাউন্টে এ রকম জটিল পরিস্তিতি থেকে রক্ষা করতে চান
তাহলে।নিচে ধাপ অনুসারন করুন।
১. Settings & privacy এ যান
২. Security এ যান
3. Secure Browsing টা disable a clickকরেন।
৪. এখানে বেশ কিছু question আছে। আপনার পছন্দ মত কোন প্রশ্ন বাছাই করে তার উত্তর ঠিক করেন।
এবার password দিয়ে সেভ করেন।
ব্যাস আপনার কাজ শেষ।
*****************
তবে আরেকটি উপায়ও কাজটি করা যায়।
১. Settings & privacy এ যান
২. Security এ যান
৩. Trusted Contects এ যান
৪. এখানে আপনার ৩-৫ টি বন্ধুকে add করুন (যারা Trusted friend )
৫. এবার password দিয়ে সেভ করেন।
আপনার account a কোন সমস্যা হলে ঐ বন্ধুদের সাহায্য নিয়ে আবার account ফিরে পাবেন।